অনুবাদ

স্বাগতম

আসসালামুআলাইকুম,কুরআন ও হাদীসের বাণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
মহান আল্লাহ তায়ালা আপনার এবং আপনার প্রিয়জনদের উপর রহমত বর্ষিত করুন। দয়া করে এই সাইটটি আপনার বন্ধুদের সাথে Share করুন।

আজকের কুরআনের বাণী । পর্দা



দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যেসচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যেতাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীনতাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা 
সূরা নূর-২৬
 
এই আয়াতটি হযরত আয়েশা (রাঃ)-এর ব্যাপারে অবতীর্ণ হয়। আয়াতটির পরিষ্কার অর্থ এই যে, আল্লাহর রাসূল (সঃ), যিনি সব দিক দিয়েই পবিত্র, তাঁর বিবাহে যে আল্লাহ তায়ালা অসতী ও ম্লেচ্ছা নারী প্রদান করবেন এটা অসম্ভব। কলুষিতা নারী কলুষিত পুরুষের জন্যে শোভনীয়। এজন্যেই মহান আল্লাহ বলেনঃ লোকে যা বলে তারা তা হতে পবিত্র। এই দুষ্ট লোকদের মন্দ ও ঘৃণা কথায় তারা যে দুঃখ ও কষ্ট পেয়েছে এটাও ক্ষমা ও সম্মানজনক জীবিকা লাভের কারণ। তাঁরা রাসূলুল্লাহ (সঃ)-এর স্ত্রী বলে জান্নাতে আদনে তাঁর সাথেই থাকবে।

No comments:

Post a Comment