অনুবাদ

স্বাগতম

আসসালামুআলাইকুম,কুরআন ও হাদীসের বাণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
মহান আল্লাহ তায়ালা আপনার এবং আপনার প্রিয়জনদের উপর রহমত বর্ষিত করুন। দয়া করে এই সাইটটি আপনার বন্ধুদের সাথে Share করুন।

আজকের কুরআনের বাণী । জিহাদ



وَقَاتِلُواْ فِى سَبِيلِ اللَّهِ وَٱعْلَمُوۤاْ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
(অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে) তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং (এ কথা) ভালো করে জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন
সূরা বাকারাহ-২৪৪
And fight in the way of Allah, and know that Allah is All Hearing, All-Knowing.
Surah Baqarah-244

আজকের হাদীসের বাণী । রাসূল (সা)-এর উপদেশ: রাগ করো না



আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল: আমাকে কিছু উপদেশ দিনতিনি বললেন: রাগ করো নালোকটি বার বার রাসূলের নিকট উপেদশ চায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: রাগ করো না [বুখারী: ৬১১৬]
 

আজকের কুরআনের বাণী । জিহাদ



أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُواْ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَاهَدُواْ مِنكُمْ وَلَمْ يَتَّخِذُواْ مِن دُونِ ٱللَّهِ وَلاَ رَسُولِهِ وَلاَ ٱلْمُؤْمِنِينَ وَلِيجَةً وَٱللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
তোমরা কি মনে কর যে, তোমাদের ছেড়ে দেয়া হবে এমনি, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তাঁর রাসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছেআর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত
(সূরা আত তাওবাহ ১৬)
Or do you think that you would be left while Allah has not yet made evident those who strive (in His way) among you and do not take other than Allah, His Messenger and the believers as intimates? And Allah is All-Aware of what you do.(Surah At Taubah-16)

আজকের হাদীসের বাণী । (জিহাদ)



রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- শাহাদাতবরণকারীগণ আল্লাহর কাছে আল্লাহর আরশের ছায়া তলে ইয়াকুতের তৈরী মিম্বারের উপর অবস্থান করবে, যা মৃগনাভীর স্তুপের উপরে স্থাপিত হবেসেদিন শুধুমাত্র তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না তখন তাদের প্রতিপালক তাদেরকে বলবেন, “আমি কি তোমাদের সাথে আমার ওয়াদা পুরণ করিনি এবং তা তোমাদের জন্য বাস্তবে রূপ দেইনি?” তারা তখন বলবে, “হ্যা আমাদের প্রতিপালকের কসম! তুমি অঙ্গিকার পুরণ করেছ
হাদীসটি উকায়লী এ সংগ্রহ করেছেন