অনুবাদ

স্বাগতম

আসসালামুআলাইকুম,কুরআন ও হাদীসের বাণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
মহান আল্লাহ তায়ালা আপনার এবং আপনার প্রিয়জনদের উপর রহমত বর্ষিত করুন। দয়া করে এই সাইটটি আপনার বন্ধুদের সাথে Share করুন।

আজকের কুরআনের বাণী । জিহাদ



وَقَاتِلُواْ فِى سَبِيلِ اللَّهِ وَٱعْلَمُوۤاْ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
(অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে) তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং (এ কথা) ভালো করে জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন
সূরা বাকারাহ-২৪৪
And fight in the way of Allah, and know that Allah is All Hearing, All-Knowing.
Surah Baqarah-244

আজকের হাদীসের বাণী । রাসূল (সা)-এর উপদেশ: রাগ করো না



আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল: আমাকে কিছু উপদেশ দিনতিনি বললেন: রাগ করো নালোকটি বার বার রাসূলের নিকট উপেদশ চায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: রাগ করো না [বুখারী: ৬১১৬]
 

আজকের কুরআনের বাণী । জিহাদ



أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُواْ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَاهَدُواْ مِنكُمْ وَلَمْ يَتَّخِذُواْ مِن دُونِ ٱللَّهِ وَلاَ رَسُولِهِ وَلاَ ٱلْمُؤْمِنِينَ وَلِيجَةً وَٱللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
তোমরা কি মনে কর যে, তোমাদের ছেড়ে দেয়া হবে এমনি, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তাঁর রাসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছেআর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত
(সূরা আত তাওবাহ ১৬)
Or do you think that you would be left while Allah has not yet made evident those who strive (in His way) among you and do not take other than Allah, His Messenger and the believers as intimates? And Allah is All-Aware of what you do.(Surah At Taubah-16)

আজকের হাদীসের বাণী । (জিহাদ)



রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- শাহাদাতবরণকারীগণ আল্লাহর কাছে আল্লাহর আরশের ছায়া তলে ইয়াকুতের তৈরী মিম্বারের উপর অবস্থান করবে, যা মৃগনাভীর স্তুপের উপরে স্থাপিত হবেসেদিন শুধুমাত্র তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না তখন তাদের প্রতিপালক তাদেরকে বলবেন, “আমি কি তোমাদের সাথে আমার ওয়াদা পুরণ করিনি এবং তা তোমাদের জন্য বাস্তবে রূপ দেইনি?” তারা তখন বলবে, “হ্যা আমাদের প্রতিপালকের কসম! তুমি অঙ্গিকার পুরণ করেছ
হাদীসটি উকায়লী এ সংগ্রহ করেছেন

আজকের কুরআনের বাণী । জিহাদ



إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلَّذِينَ يُقَاتِلُونَ فِى سَبِيلِهِ صَفّاً كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ
যারা আল্লাহ পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত,
আল্লাহ তাদেরকে ভালবাসেন
সূরা সাফফ ৪ 

এটা হলো আল্লাহ তাআলার পক্ষ হতে সংবাদ যে, তিনি তাঁর ঐ মুমিন বান্দাদেরকে ভালবাসেন যারা শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত, যাতে আল্লাহর কালেমা সমুন্নত হয়, ইসলামের হিফাযত হয় এবং তাঁর দ্বীন সমস্ত দ্বীনের উপর জয়যুক্ত হয়।  

আজকের হাদীসের বাণী । (জিহাদ)



আবুল ইয়ামান (রা)……..আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ! মানুষের মধ্যে কে উত্তম? রাসূলুল্লাহ (সঃ) বলেন, সেই মুমিন যে নিজ জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে সাহাবীগণ বললেন, তারপর কে? তিনি বললেন, সেই মুমিন যে পাহাড়ের কোন গুহায় অবস্থান করে আল্লাহকে ভয় করে এবং নিজ অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে
[সহীহ বুখারী]



আজকের কুরআনের বাণী । সমুদয় গুণের অধিকারী লোকদের প্রতিদান




إِنَّ ٱلْمُسْلِمِينَ وَٱلْمُسْلِمَاتِ وَٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَاتِ وَٱلْقَانِتِينَ وَٱلْقَانِتَاتِ وَٱلصَّادِقِينَ وَٱلصَّادِقَاتِ وَٱلصَّابِرِينَ وَٱلصَّابِرَاتِ وَٱلْخَاشِعِينَ وَٱلْخَاشِعَاتِ وَٱلْمُتَصَدِّقِينَ وَٱلْمُتَصَدِّقَاتِ وٱلصَّائِمِينَ وٱلصَّائِمَاتِ وَٱلْحَافِظِينَ فُرُوجَهُمْ وَٱلْحَافِـظَاتِ وَٱلذَّاكِـرِينَ ٱللَّهَ كَثِيراً وَٱلذَّاكِرَاتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْراً عَظِيماً



নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার
সূরা আহযাব-৩৫

আজকের হাদীসের বাণী । (গর্ব ও অহংকার একমাত্র আল্লাহর জন্য)



রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান আল্লাহ বলেন, “শ্রেষ্ঠত্ব, গর্ব ও অহংকার আমারইআর মতা আমার গোপনীয় বিষয়এতএব, যে লোক এর কোন একটি নিয়ে আমার সাথে কাড়াকাড়ি করে, আমি তাকে জাহান্নামে ছুড়ে মারব
হাকেম ও তিরমিযী এ হাদীসটি হযরত আনাস (রা) থেকে সংগ্রহ করেছেন


আজকের কুরআনের বাণী । পর্দা



দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যেসচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যেতাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীনতাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা 
সূরা নূর-২৬
 
এই আয়াতটি হযরত আয়েশা (রাঃ)-এর ব্যাপারে অবতীর্ণ হয়। আয়াতটির পরিষ্কার অর্থ এই যে, আল্লাহর রাসূল (সঃ), যিনি সব দিক দিয়েই পবিত্র, তাঁর বিবাহে যে আল্লাহ তায়ালা অসতী ও ম্লেচ্ছা নারী প্রদান করবেন এটা অসম্ভব। কলুষিতা নারী কলুষিত পুরুষের জন্যে শোভনীয়। এজন্যেই মহান আল্লাহ বলেনঃ লোকে যা বলে তারা তা হতে পবিত্র। এই দুষ্ট লোকদের মন্দ ও ঘৃণা কথায় তারা যে দুঃখ ও কষ্ট পেয়েছে এটাও ক্ষমা ও সম্মানজনক জীবিকা লাভের কারণ। তাঁরা রাসূলুল্লাহ (সঃ)-এর স্ত্রী বলে জান্নাতে আদনে তাঁর সাথেই থাকবে।

আজকের হাদীসের বাণী । (জিহাদ)

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ বলেছেন, “আমার রাস্তায় জিহাদকারীর কথা বলতে গেলে, সে আমার জিম্বায় রয়েছেআমি যদি তার প্রাণ কেড়ে নেই, তবে তাকে বেহেশতের উত্তরাধিকারী করি, আর যদি তাকে ফিরিয়ে আনি তবে তাকে পুরস্কার ও গনীমতসহ ফিরিয়ে আনি  
হাদীসে কুদসী 



আজকের কুরআনের বাণী । আল্লাহ-ভীতি



হে মানব জাতি! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে, যখন পিতা সন্তানের কোন উপকারে আসবে না এবং সন্তানও তার পিতার কোন উপকার করতে পারবে নানিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য; সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে
সূরা লোকমান-৩৩


আল্লাহ তায়ালা মানুষকে কিয়ামতের দিন হতে ভয় প্রদর্শন করছেন এবং তাকওয়া বা আল্লাহ-ভীতির নির্দেশ দিচ্ছেন । তিনি বলেনঃ তোমরা এমন দিনকে ভয় কর যেদিন পিতা পুত্রের কোন উপকার করতে পারবে না এবং পুত্রও পিতার কোন কাজে আসবে না । সেই দিন একে অপরের কোন সাহায্য করতে পারবে না । তোমরা দুনিয়ার উপর কোন ভরসা করো না এবং আখিরাতকে ভুলে যেয়ো না । তোমরা শয়তানের প্রতারণায় পড়ো না । সে তো শুধু পর্দার আড়াল থেকে শিকার করতে জানে । 

আজকের হাদীসের বাণী । (সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ )


হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- খোদার কসম ! সে ঈমানদার হবে না । খোদার কসম সে ঈমানদার হবে না । খোদার কসম সে ঈমানদার হবে না । জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল! সে কে? উত্তরে তিনি বলেনঃ যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ নয় ।
[বুখারী মুসলিম]


ব্যাখ্যাসহ অনুবাদঃ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকা সামাজিক জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় । অপর এক হাদীসে বর্ণিত হয়েছে, হুযুর (সঃ) বলেছেন-“ প্রতিবেশীর হক সম্পর্কে হযরত জিবরাঈল (আঃ) আমাকে এত বেশী সতর্ক করেছেন যে, আমার ধারণা হয়েছিল আমার মৃত্যুর পর তারাও আমার আপনজনদের ন্যায় আমার সম্পদের ওয়ারিশ হবে । এখানে আলোচ্য হাদীসে প্রতিবেশীর হক সম্পর্কে হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন,রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- আল্লাহর কসম সে ব্যক্তি পূর্ণ ঈমানদার হবে না যার অনিস্টকারিতা হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ সে তার প্রতিবেশীর হক নষ্ট করে তথা তার ক্ষতি সাধন করে । এ কথাটি হুযুর (সঃ) তিনবার বলেছেন।

আজকের কুরআনের বাণী । আল্লাহর পথে জিহাদ



যারা ঈমানদার তারা যে, জেহাদ করে আল্লাহর রাহেইপক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জেহাদ করতে থাক শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল
[সূরা নিসা-৭৬]
 

আল্লাহ তায়ালা মুমিনদেরকে তাঁর পথে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক বলেন মুমিনগণ আল্লাহ তায়ালার আদেশ পালন ও তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে যুদ্ধ করে থাকে। পক্ষান্তরে কাফিররা শয়তানের আনুগত্যের উদ্দেশ্যে যুদ্ধ করে। সুতরাং মুসলমানদের উচিত যে, তারা যেন আল্লাহ তায়ালার শত্রু ও শয়তানের বন্ধুদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করে এবং বিশ্বাস রাখে যে, শয়তানের কলাকৌশল সম্পূর্ণরূপে বৃথায় পর্যবসিত হবে।  

আজকের হাদীসের বাণী । (প্রচেষ্টা, সংগ্রাম, সাধনা )



আনাস (রাঃ) থেকে বর্ণিত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব্ব-এর কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহ্ বলেনঃ বান্দা যখন আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি  তখন তার দিকে এক বাহু পরিমাণ অগ্রসর হই সে যখন আমার দিকে এক বাহু পরিমাণ এগিয়ে আসে, আমি তখন তার দিক দুবাহু পরিমাণ অগ্রসর হইবান্দা যখন আমার কাছে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই 
[বুখারী: ৭৫৩৬]
 


আজকের কুরআনের বাণী । ব্যভিচারের অপবাদদাতাদের শাস্তি



যারা সতী-সাধ্বী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী হাযির করে না, তাদেরকে আশিটি কশাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না; তারাই তো সত্যত্যাগী।
[সূরা নূর -৪] 


এই আয়াতে ব্যভিচারের অপবাদদাতাদের শাস্তির বর্ণনা দেয়া 
হয়েছে ঘোষণা করা হচ্ছেঃ যারা কোন স্ত্রীলোক বা পুরুষ লোকের উপর ব্যভিচারের অপবাদ দেয় তাদের শাস্তি হলো এই যে, তাদেরকে আশিটি চাবুক মারতে হবে । হ্যাঁ তবে যদি তারা সাক্ষী হাযির করতে পারে তবে এ শাস্তি হতে তারা বেঁচে যাবে । আর যাদের অপরাধ প্রমািত হবে তাদের উপর হদ জারী করা হবে। যদি তারা সাক্ষী আনয়নে ব্যর্থ হয় তবে তাদেরকে আশিটি চাবুক মারা হবে এবং ভবিষ্যতে চিরদিনের জন্য তাদের সাক্ষ্য অগ্রাহ্য হবে। তাদেরকে ন্যায়পরায়ণ বলা হবে না । বরং সত্যত্যাগী বলা হবে।

আজকের হাদীসের বাণী । (অত্যাচার )



হযরত আলী (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেনঃ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি মাযলুমের (অত্যাচারীতের) বদ-দোয়া হতে নিজেকে রক্ষা কর।কেননা, সে আল্লাহ তায়ালার কাছে নিজের অধিকার প্রার্থনা করে। অথচ আল্লাহ তায়ালা কোন হকদারকে নিজের পাওনা হতে বঞ্চিত করেন না।[বায়হাকী]

ব্যাখ্যাসহ অনুবাদঃ হুযুর (সঃ) বলেনঃ মাযলুম যালিমের দ্বারা নির্যাতিত হওয়ায় উহার প্রতিশোধ আল্লাহর দরবারে চেয়ে থাকে । এ চাওয়া তার ন্যায্য হক । অতএব আল্লাহর বিধান হল যে, তিনি কোন হক আটক রাখেন না । এ হিসেবে তার দোয়া কবুল করেন । অতএব হুযুর (সঃ) সকলকে মাযলুমের বদ-দোয়া হতে বেঁচে থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন ।

আজকের হাদীসের বাণী । (ইখলাস ও নিয়্যাত )


হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরত করার অবকাশ নেই। তবে জিহাদ ও নিয়্যাত অব্যাহত রয়েছে। তোমাদেরকে যখন জিহাদের জন্য ডাক দেয়া হবে, তখন তোমরা অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়বে। 
(বুখারী ও মুসলিম) 
এ হাদীসের তাৎপর্য এই যে, এখন আর মক্কা মুয়াজ্জমা থেকে হিজরত করার কোন প্রয়োজন নেই। এই কারনে যে, মক্কা এখন দারুল ইসলামে পরিণত হয়েছে।