অনুবাদ

স্বাগতম

আসসালামুআলাইকুম,কুরআন ও হাদীসের বাণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
মহান আল্লাহ তায়ালা আপনার এবং আপনার প্রিয়জনদের উপর রহমত বর্ষিত করুন। দয়া করে এই সাইটটি আপনার বন্ধুদের সাথে Share করুন।

আজকের হাদীসের বাণী । (অত্যাচার )



হযরত আলী (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেনঃ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি মাযলুমের (অত্যাচারীতের) বদ-দোয়া হতে নিজেকে রক্ষা কর।কেননা, সে আল্লাহ তায়ালার কাছে নিজের অধিকার প্রার্থনা করে। অথচ আল্লাহ তায়ালা কোন হকদারকে নিজের পাওনা হতে বঞ্চিত করেন না।[বায়হাকী]

ব্যাখ্যাসহ অনুবাদঃ হুযুর (সঃ) বলেনঃ মাযলুম যালিমের দ্বারা নির্যাতিত হওয়ায় উহার প্রতিশোধ আল্লাহর দরবারে চেয়ে থাকে । এ চাওয়া তার ন্যায্য হক । অতএব আল্লাহর বিধান হল যে, তিনি কোন হক আটক রাখেন না । এ হিসেবে তার দোয়া কবুল করেন । অতএব হুযুর (সঃ) সকলকে মাযলুমের বদ-দোয়া হতে বেঁচে থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন ।

No comments:

Post a Comment